কর্ণাটক, ৮ ডিসেম্বর ।। প্রাচীন কাল থেকেই কবরস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভয় ও শঙ্কা। সাধারণত লোকজন সেখানে যেতে ভয় পায়। বিশেষ করে রাত্রিবেলা সকলের কাছে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে কবরস্থান। কিন্তু ভারতের এক মন্ত্রী নিজেই সারারাত কবরস্থানে কাটালেন।
জানা যায়, ভারতের কর্ণাটক প্রদেশের মন্ত্রী সতীশ জারকিহোলি কয়েকজন সহকারী নিয়ে কর্ণাটকের বেলাগাভি কবরস্থানে রাত কাটিয়েছেন। উদ্দেশ্য কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি। বৈকুন্ঠ ধাম শ্মশানে ৬ ডিসেম্বর পুরো রাত কাটিয়ে দেন তিনি।
তিনি শ্মশানে রাতের খাবারও খান। কর্ণাটকের বিধানসভায় কুসংস্কার বিরোধী বিল তোলার ব্যাপারে সতীশ জারকিহোলি বরাবরই উচ্চকন্ঠ ছিলেন।
সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে, কবরস্থান, শ্মশান এসব জায়গা ভূতপ্রেতের আবাসস্থল। কিন্ত কর্ণাটকের এই মন্ত্রী এসব বদ্ধমূল ধারণা ভেঙ্গে দিতে চান।
তিনি বলেন, প্রথমত ভূত-প্রেত নিয়ে যেসব মিথ্যা আছে, তা আমি দূর করে দিতে চাই। দ্বিতীয়ত আমি পরিস্কার করে বলতে চাই, আসলে কবরস্থান হলো একটি পবিত্র জায়গা।
তিনি আরো জানান, মন্ত্রীত্ব হারালেও এধরনের প্রচারণা অব্যাহত রাখবেন।
সতীশ জারকিহোলি বলেন, “কুসংস্কারের বিরুদ্ধে লড়াই না করলে অনগ্রসর শ্রেণির মানুষ কখনও ন্যায় বিচার পাবে না। বিল গেটস বিশ্বের সেরা ধনীদের একজন কিন্ত তিনি লক্ষ্মী পূজা করেন না। আমিও অনেক ধন সম্পদের মালিক আমিও এই পূজা করি না।”