দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৭ ডিসেম্বর ।। ত্রিপুরায় ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে ছলেছে, সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ধূমপায়ীদের সংখ্যা। ধূমপান করবেন না দেয়ালে সাটা আবেদনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পরমসুখে ধূমপায়ীর ছবিতেই প্রমান, মানুষ সচেতন হয়ে ওঠেন নি, সিগারেটের প্যাকেটে ধূমপানের পরিনতির অন্তিম দশা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেই কথা জানা সত্ত্বেও ধূমপায়ীর তালিকা লম্বা হচ্ছে। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র এই দৃশ্য দেখে যদি কেউ ধূমপান ত্যাগের সিদ্ধান্ত নেন তবেই সার্থকতা।