আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর ৷৷ বার্ড ফ্লু দেখা দিল রাজ্যে। গান্ধীগ্রামের সরকারী পোল্ট্রি ফার্মে মুরগি মরা শুরু হয়েছে। মুরগির এইভাবে মড়ককে বার্ড ফ্লু ধরে ফার্মের মুরগি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, গত ২৭ আগস্ট থেকে এখনো পর্যন্ত এই ফার্মে মোট ৪৫০টি মুরগি মারা গেছে। তবে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে জানা গেছে, মৃত মুরগির রক্তের নমুনা ভুপালস্থিত ন্যাশনাল ভেটেরিনারি ল্যাবে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত সরকারিভাবে বার্ড ফ্লু ঘোষনা করা যাচ্ছেনা।