আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ৷৷ রাজ্যে বিজেপি- আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গড়ার দাক দিয়েছেন। রাজ্যের পুলিশ-প্রশাসনকে রাজ্যকে নেশামুক্ত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও গ্রেফতার হচ্ছেন নেশাকাররীরা। সম্প্রতি সেই নেশাকাররীদের সাথেই যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাগমা থানার ওসি বিমল দেববর্মা। এদিকে গাঁজা পাচার কাণ্ডে জড়িত থাকা এবং পাচারকারীদের বিভিন্ন ভাবে সাহায্য করার অভিযোগে শনিবার সাসপেন্ড হলেন চুড়াইবাড়ি থানার এস আই শুক্র মনি দেববর্মা। শুক্রবার রাতে একটি লরি আটক হবার পর সেই লরির চালক এবং সহ চালককে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড হয়েছেন তিনি৷ জানা গেছে, ২৮ জুলাই থেকে চুড়াইবাড়ি থানায় এস আই এর দায়িত্বে ছিলেন তিনি।