বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ নভেম্বর ৷৷ মহকুমা শাসকের হাত ধরে শুভ সূচনা হলো শান্তির বাজারে দীপাবলী উৎসবের। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার ছাত্র বন্ধু ক্লাবের পূজার শুভ সূচনা হলো। প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা, দক্ষিন জেলার জেলা পরিষদের সদস্য বিভিষন দাস, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দাস, বোগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার প্রমুখ। পূজা উদ্ভোদনী অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবার অঙ্গ হিসাবে ক্লাবের পক্ষ থেকে ৩০ জন কৃষককে রবিশষ্য প্রদান করা হয়। ছাত্র বন্ধু ক্লাবে পূজা পেন্ডল ও লাইটিং এর আলোয় শান্তির বাজারের অধিকাংশ জায়গা আলোকিত হয়ে উঠেছে। এবারকার পূজায় এই ক্লাবের বাজেট ৭ লক্ষ টাকা বলে জানা যায়। উদ্বোদনের পর থেকেই পূজা পেন্ডেলে লোকজন ভির জমাতে শুরু করছে।