বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ ডিসেম্বর ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে এক আসামীকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, গত কিছু দিন পূর্বে অপরপুর মহকুমার অন্তর্গত নতুনবাজারের এক নাবালিকাকে ধর্ষন করার পর মেরে মাটি চাপা দেওয়া হয়। এই ঘটনার পরিপেক্ষিতে নতুনবাজার থানায় এক মামলা দায়ের করা হয়। নতুনবাজার থানায় কেইস নম্বর ৫১, ১৮ এর ভিত্তিতে নতুন বাজার থানার কর্মরত কর্মীরা সঞ্জয় ত্রিপুরা (১৯)নামে একজনকে গ্রেপ্তার করেন। ঘটনার মূল অভিযুক্ত কাজিরাম ত্রিপুরা পলাতক ছিলো। মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে বাইখোড়া থানার কর্মরত সেকেন্ড অফিসার সুমন সিংহের নেতৃত্বে লক্ষীছড়া ভুবন পাড়া থেকে কাজিরাম ত্রিপুরাকে গ্রেপ্তার করেন। এদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষমহয় বাইখোড়া থানার পুলিশ। আসামীকে গ্রেপ্তার করার পর নতুনবাজার পুলিশ কর্মীদের হাতে আসামীকে তুলে দেওয়া হয়।