বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জানুয়ারি ৷৷ গোপন খবরের ভিত্তিতে সোমরাব ভোর আনুমানিক ৪টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা মহাদেবকুম এলাকায় টি আর ০১ জি ০৪৫৪ নম্বরের ভেন সহ প্রায় ২২ ফুট চোরাই কাঠ উদ্ধার করলো বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিসের কর্মকর্তারা। এই কাঠের বাজার মূল্য প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা হবে বলে জানাযায়। বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিসার প্রসনজিৎ দেবর্বমা, বীট অফিসার বিশ্বজিৎ দাস ও অন্যান্য কর্মীদের যৌথ উদ্দ্যোগে সোমবার এই অভিযান চালানো হয়। এই অভিযানে বনদস্যুরা পলাতক। বনদপ্তরের আধিকারিকদের কাছ থেকে জানাযায়, আগামী দিনেও উনাদের এই ধরনের অভিযান জারী থাকবে।