আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷৷ রিজিওনাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। বৃহস্পতিবার আগরতলার রামনগরে ফলক উন্মোচন করে রিজিওনাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুর্বেদ ভেতর থেকে রোগের মূল সমস্যার সমাধান করে। যে কারণে অনেক জটিল রোগের উপশম হয়। তিনি বলেন, রাজ্যের উপজাতি সম্প্রাদায়ের মানুষ বহুকাল ধরেই এই চিকিৎসা পদ্ধতি চালিয়ে আসছে। তাই নুতন আঙ্গিকে রাজ্যে এই রিজিওনাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সূচনা হল।