আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ ৷৷ রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তুলতে রাজ্যেও চালু হলো ‘স্টার্টআপ ইন্ডিয়া’। বুধবার মহাকরণ থেকে এই কর্মসূচীর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি পতাকা নেড়ে স্টার্টঅ্যাপ ভ্যানের যাত্রার শুভারম্ভ করেন। জানা যায়, রাজ্যের বেকার যুবক-যুবতীদের রোজগার এবং স্বনির্ভর করে তুলতে আগামী ১০ দিন গোটা রাজ্যে এই স্টার্টঅ্যাপ ভ্যানটি ঘুরে বেড়াবে।