আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ৷৷ রাজ্যে বাঁশ ভিত্তিক শিল্প সামগ্রী নিয়ে কর্মশালা সহ দুটি পরিষেবার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা ব্যাম্বো মিশন আয়োজিত এক অনুষ্ঠানে গভর্মেন্ট ই-মার্কেট প্লেস, জাতীয় ব্যাম্বো মিশনের অন্তর্গত বাঁশ ভিত্তিক শিল্প সামগ্রীর উপর কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ই-মার্কেটিং এর মাধ্যমে যখন বিদেশী খদ্দের আসে, তখন ডলার আসে। আর ডলার আশা মানেই রাজ্যের জিডিপি বাড়বে।
এদিন ত্রিপুরা ব্যাম্বো মিশনের পক্ষ থেকে বুদ্ধ প্রজাতির বাঁশের চারা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব ইউ ভেঙ্কটেস্বরলু, ত্রিপুরা ব্যাম্বো মিশনের মিশন অধিকর্তা কিরণ গিত্যে, উত্তর পূর্বাঞ্চলের জি ই এম-র বিজনেস ফ্যাসিলিটেটর নীরজ নিকুঞ্জ প্রমুখ।