ওয়েব পোর্টালের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আই টি আই প্রতিষ্ঠান গুলিতে ২৪৫০টি আসনে বিভিন্ন কোর্সে পড়ার সুবিধা রয়েছে। এবার থেকে সেই প্রতিষ্ঠান গুলিতে ভর্তি প্রক্রিয়া অন লাইনের মাধ্যমে করা যাবে। এখন থেকে কোন প্রকার ঝামেলা ছারাই ঘরে বসে তা করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ভর্তি প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে আর সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে আসবে।