আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ৷৷ শুরু হল আগরতলা পুর নিগমের বাজেট অধিবেশন। মঙ্গলবার রাজধানীর সিটি সেন্টার সংলগ্ন আগরতলা পুর নিগমের কার্যালয়ে এই অধিবেশন বসে। এদিন নিগমের মেয়র, মেয়র ইন কাউন্সিলারগণ সহ নিগমের সকল কাউন্সিলারদের উপস্থিতিতে আগরতলা পুর নিগমের ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেট পেশ করা হয়। নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এদিন ২০১৯-২০ অর্থ বর্ষের প্রস্তাবিত বাজেটে মোট ২০৮ কোটি ৫ লক্ষ ৮১ হাজার টাকা ব্যয় ধরেছেন। জানা যায়, এই বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৯৯ লক্ষ ৩১ হাজার টাকা।
বাজেট শেষে এক সাংবাদিক সন্মেলনে মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, বর্তমানে নিগম এলাকায় বসবাসকারী ৬০ শতাংশ মানুষ সম্পদ কর প্রদান করে। জানা যায়, ২৯ জুন এই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে।