আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই ৷৷ অনুষ্ঠিত হল ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের দ্বী-বার্ষিক রাজ্য ভিত্তিক সম্মেলন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী জায়া নিতী দেব, রাজ্যের শিক্ষা এবং আইন মন্ত্রী রতন লাল নাথ, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে,
বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্যরা। এদিন গোটা রাজ্য থেকে সংগঠনের প্রতিনিধীরা সম্মেলনে অংশগ্রহন করেন। ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের দ্বী-বার্ষিক রাজ্য ভিত্তিক সম্মেলন থেকে সংগঠনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। এদিন সংগঠনের ঊনকোটি জেলা কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর হাতে মানপত্র ও উপহার তুলে দেওয়া হয়।