বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই ৷৷ আগামী ৪ঠা জুলাই দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বাইখোড়া ইস্কন মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এবছর বাইখোড়া ইস্কন মন্দিরের রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। বাইখোড়া ইস্কন মন্দিরের মহারাজ করুনেশবর মাধবদাস ব্রক্ষচারী জানান, এবছর রথের উচ্চতা ৪০ ফুট। তিনি জানান, ৪ঠা জুলাই থেকে শুরু করে ১২ই জুলাই পর্যন্ত প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বাইখোড়া ইস্কন মন্দিরে।