আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ।। উজবেকিস্তানে আয়োজিত চতুর্থ এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়ানশিপে স্বর্ণ ও ব্রোঞ্জের পদক জিতে রাজ্যে ফিরলেন রাজ্যের খুদে দাবাড়ু আর্সিয়া দাস। সোমবার দুপুরে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে আর্সিয়াকে স্বাগত জানানো হয়। ক্লাসিক্যাল টুর্নামেন্টের নবম রাউন্ডে উজবেকিস্তানের দাবাড়ুকে হারিয়ে ব্রোঞ্জ পদক এবং ব্লিটজ টুর্নামেন্টের সাত রাউন্ডে ৫ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতেছে আর্সিয়া। বিমানবন্দরে আর্সিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন আর্সিয়ার মা ও কোচ।