সংস্কৃতি সংসদের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী ‘নৃত্য উৎসব’র সূচনা

IMG-20190730-WA0047আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ।। সংস্কৃতি সংসদের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী ধারাবাহিক কর্মসূচীর অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর সুকান্ত অডিটোরিয়ামে শুরু হয়েছে দুদিন ব্যাপী ‘নৃত্য উৎসব’। সংসদের সভাপতি রাজ্যের প্রখ্যাত সুরকার মনোরঞ্জন দেবের হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নৃত্য উৎসবের সূচনা হয়। রাজ্যের প্রথিতযশা নৃত্য শিল্পী হীরা দে’কে সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন গুণী চিত্র শিল্পী সংঘমিত্রা নন্দী।
IMG-20190730-WA0045নৃত্য উৎসবের প্রথম দিনে ছিল ক্লাসিক্যাল নৃত্যের পরিবেশনা। আগরতলা, ধর্মনগর, বিশালগড় সহ বেশ কিছু এলাকার সাতটি ক্লাসিক্যাল নৃত্যের টিমের প্রায় পঞ্চাশ জন শিল্পী প্রথম দিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন। কত্থক নৃত্যে নটরাজ নৃত্যালয়, নৃত্যাঙ্গি ও নৃত্যলোক, ভরতনাট্যমে নালন্দা ও নববোধন, ওডিসি নৃত্যে সাভেরি ড্যান্স একাডেমি, মণিপুরী নৃত্যে শিবজয় ড্যান্স একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
এদিন সংগঠনের পক্ষে স্বাগত ভাষণ রাখেন বিশিষ্ট নাট্যকার ননী দেব। স্বাগত ভাষণে নাট্যকার ননী দেব সংস্কৃতি সংসদের ধারাবাহিক সুস্থ সংস্কৃতির চর্চা, সংস্কৃতি কর্মী কল্যাণ তহবিল গঠন ও সংস্কৃতি বিষয়ক গবেষণার লক্ষ্য – উদ্দেশ্যকে তুলে ধরে সংগঠনের সদস্যসংখ্যা আরো বৃদ্ধি করার উপর জোর দেন। নৃত্য গুরু হীরা দে গুরু শিষ্য পরম্পরার উপর গুরুত্মরোপ করেন।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে সুকান্ত অডিটোরিয়ামেই নৃত্য উৎসবের দ্বিতীয় দিনে থাকছে ১৪টি নৃত্যের টিম। এই নৃত্য উৎসবের প্রথম দিনে দর্শকাসনে শিল্পী-সাহিত্যিক- শিল্পানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*