শেষ মুহূর্তের ভোট ভিক্ষায় ময়দানে ঝড় তুলেছেন বিরোধী শিবির

IMG-20190921-WA0081আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷। আগামী ২৩শে সেপ্টেম্বর ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার (২১শে সেপ্টেম্বর) ছিল সরব প্রচারের শেষ দিন। এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারভীযান জোরদার চলছে। শনিবার বিরোধীদল কংগ্রেস এবং বামফ্রন্ট উভয়ই রাজনৈতিক ময়দান গরম করেছে। ভোট ভিক্ষায় ভোটে অবতীর্ণ সব দলই যে যার সাধ্যমতো মন মোহিনী ভাষায় ভোটারদের হৃদয় ছোঁয়ার চেষ্টায় কসুর করেনি। বিখন্ডিত বিরোধী শক্তি রাজ্যে ক্ষমতাসীন দলের ব্যর্থতা নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে ময়দানে ঝড় তুলেছেন, বিপরীতে ক্ষমতাসীন দলের নেতা-নেত্রীরা উন্নয়নে বিজেপি’র সাফল্যের সাতকাহন নিয়ে চষে বেড়িয়েছেন গিরি কন্দরে। ভাষনে, শ্লোগানে আর মিছিলে ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্র প্রকম্পিত হয়েছে সরব প্রচারে সেখানে সরবের জায়গা নিয়েছে নিস্তব্ধ নীরবতা। ভোটের হিসেব কিন্তু চলতেই থাকবে ভোটদান শুরু হওয়া পর্যন্ত, তবে সবটাই নীরবে নিভৃতে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*