পুলিশি হস্তক্ষেপে ৪০৫ কেজি গাঁজা উদ্ধার, অধরা গাড়ির চালক ও সহ চালক

IMG-20200617-WA0056সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ জুন ৷। ৪০৫ কেজি গাঁজা বোঝাই লরি আটক করল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। যদিও রহস্যজনকভাবে গাড়ির চালক ও সহ চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে সংবাদ সূত্রে জানা যায়। জানা যায়, মুঙ্গিয়াকামি থানার পুলিশ আঠারোমুড়া ৪১ মাইল এলাকায় পুলিশ চেকিংয়ে বসে। সেই সময় আগরতলা থেকে TN 30 BW 6315 নম্বরের গাড়িকে চেকিং এর জন্য জন্য বলা হয়। আর সেই সময়ে গাড়ির চালক এবং সহ চালক পালিয়ে যায় বলে পুলিশের অভিমত। পরে গাড়িটি মুঙ্গিয়াকামি থানায় এনে চেক করার পর ৪০৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এদিকে এই খবর পেয়ে থানায় ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক R RAOA। গাঁজা গুলির বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে বলে ধারণা। তবে একাংশ জনমনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে পুলিশের সামনে থেকে কিভাবে পালিয়ে যায় চালক এবং সহ চালক।
IMG-20200617-WA0057এদিকে বিগত কয়েকমাস পূর্বে গাঁজা সংক্রান্ত ব্যপারে গাঁজা মাফিয়াদের সঙ্গে গোপনে যোগাযোগ থাকার অভিযোগে মুঙ্গিয়াকামি থানার বড়বাবু শুরসেন ত্রিপুরাকে রাতারাতি চ্যাপ্টার ক্লোজ করে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের এই গাজা বিরোধী অভিযানের চালক এবং সহ চালক পালিয়ে যাওয়ার ব্যপারটা নিয়েও জল ঘোলা হচ্ছে রীতিমতো বলে অভিমত প্রকাশ করেন এলাকার জনগণ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*