আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷। করোনা পরিস্থিতিতে সামনের সারির সৈনিক হয়েই লড়ে যাচ্ছে রাণীর বাজারস্থিত ওপেন রোভার ক্রু এবং স্কাউট এন্ড গাইড। মঙ্গলবার বহিঃরাজ্য থেকে স্থলপথে রাজ্যে ফিরে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা লোকেদের পরিষেবায় দিনরাত নিয়োজিত রয়েছে ওপেন রোভার ক্রু সদস্যরা। এদিন থেকেই শুরু হয় পশ্চিম ত্রিপুরা জেলার টি টি এ এ ডি সি’র সদর দপ্তর খুমুলুং-এ নারুয়াই গেস্ট হাউজে নতুন কোভিড কোয়ারেন্টাইন সেন্টার। জানা যায়, জিরানীয়া মহকুমা শাসক সুভাষ দত্ত এবং ডেপুটি কালেক্টর সুশান্ত দেববর্মার নির্দেশে ওপেন রোভার ক্রু এর ২০ জনের একটি প্রতিনিধি দল খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী প্রদানে সাহায্য করে যাচ্ছে। জানা যায়, এই কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে ইন-চার্জের দায়িত্বে রয়েছেন স্কাউট মাস্টার বাপ্পারাজ দত্ত।