সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ জুন ৷। যুগ যুগ ধরে মানুষের কাছে প্রচলিত রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা উনাদের মাসির বাড়িতে যান। কিন্তু শাস্ত্র বিধান অনুসারে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ইন্দ্রগন্য রাজা হাতে তৈরি করা গুন্ডিচা মন্দিরে সাত দিন কাটায়। বাকি দুদিন আসা-যাওয়ায় কেটে যায়। সেই আধ্যাত্মিক বিধান অনুসারে প্রতীপ প্রতিবছরের ন্যায় তেলিয়ামুড়া শ্রী শ্রী চৈতন্য আশ্রম এর উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়। কোভিড-১৯ এর কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা টমটম এর মাধ্যমে গন্তব্যস্থল তথা গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় বিকেল সাড়ে চারটা নাগাদ। তবে ধর্ম প্রিয় দর্শনার্থীদের ভিড় ছিল খুবই কম। এদিকে আশ্রম কর্তৃপক্ষ তথা রামানন্দ গোস্বামী জানান, যেহেতু রাজ্য জুড়ে চলছে করোনা ভাইরাসের প্রকোপ, সেই পরিস্থিতিতে ধর্মীয় নিয়ম নীতি আশ্রমের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ করে টমটমের মাধ্যমে আশ্রম গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়।