প্রশাসন উদাসীন – জনগণ এবং ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে ৩ দিনের সম্পূর্ণ লকডাউন খোয়াইতে

Khowai Cityগোপাল সিং, খোয়াই, ১৯ জুলাই ৷। খোয়াই জেলা প্রশাসনের উদাসীনতার মধ্যে বর্তমানে খোয়াই চলছে জনসাধারণের উপর ভরসা করেই। আপাতত এমনটাই মনে করছেন খোয়াইবাসী। দেখা যাচ্ছে বর্তমান সময়ে জেলা সদর খোয়াইয়ে কোন ট্রাফিক পোস্টে ট্রাফিক পুলিশ নেই। জনগণ নিজ দায়িত্বে মূল সড়কের উপর দিয়ে নিয়ম নিষ্ঠার সাথেই চলাচল করছে। প্রায় ৭ দিন যাবত খোয়াইয়ে কোন যান দূর্ঘটনার খবর নেই। একমাত্র ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ ওয়েব নিউজ পোর্টালই খোয়াই শহরকে রেড জোন ঘোষণা করার জনগণের জোড়ালো দাবিকে তুলে ধরেছিল। এরপরও প্রশাসনের কোন খোঁজ নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই সাধারন জনগণ এবং খোয়াই সুভাষপার্ক বাজার ব্যবসায়ী যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ৩ দিন যাবত লকডাউন পালন করার সিদ্ধান্ত নেয়। তিনদিন যাবত সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্তই বাজার-হাঁট চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা ৩ দিন পুরো লকডাউন রাখা হবে। দোকানপাট বন্ধ থাকবে। এই করোনা ভাইরাসের সংক্রমণ খোয়াইতে বৃদ্ধি পেলেও প্রশাসনের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ।
জেলা হাসপাতাল বন্ধ। শহরাঞ্চলে নেই কোন সেনিটাইজেশনের ব্যবস্থা। যার ফলে খোয়াইয়ের জনসাধারণ আজ দিশেহারা। প্রশাসন হারিয়ে গেছে। জনগণ কোথায় যাবে? এসব প্রশ্ন এবং চরম উৎকণ্ঠার মধ্যে খোয়াইবাসী তথা সুভাষপার্ক বাজার ব্যবসায়ীদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে লকডাউনের সিদ্ধান্ত নজিরবিহীন হয়ে থাকবে বলেই অভিমত জনসাধারণের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*