এবার গণধর্ষণের শিকার এক সন্তানের জননী, ১৪ দিনের রিমান্ডে দুই অভিযুক্ত

rapeগোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই ৷। এবার গণধর্ষণের শিকার এক সন্তানের জননী। ঘটনা চাম্পাহাওর থানাধীন ধনিয়া ছড়া এলাকায়। এই ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চাম্পাহাওর থানার পুলিশ। অভিযুক্তদের নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। ধৃতরা হল সোনিয়া খারিয়া এবং লালবাবু খারিয়া। ধৃতদের বুধবার খোয়াইয়ের জেলা ও দায়রা আদালতে তোলা হলে মাননীয় বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হাজতে থাকার নির্দেশ দেন।
জানা যায়, গত ১৮ই জুলাই দুপুর নাগাদ স্বামীর অনুপস্থিতিতে দুই অভিযুক্ত মহিলার ঘরে প্রবেশ করে জোরপূর্বক মহিলাকে ধর্ষণ করে। ঘটনার পর পালিয়ে যাবার সময় মহিলাকে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ। হুমকির ভয়ে মহিলা কাউকে কিছু না বললেও ২১শে জুলাই মহিলা তার স্বামীকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানায়। তারপর মহিলার স্বামী অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। এদিন রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে চাম্পাহাওর থানার পুলি। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হাজতে পাঠায় মাননীয় বিচারক।
এদিকে অভিযোগ, এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের প্রথম থেকেই সহযোগিতায় অসম্মতি জ্ঞাপন করেন জেলা পুলিশের আধিকারিকগণ। যার ফলে এই ঘটনা সম্পর্কে পুলিশ প্রশাসনের কোনো মতামত পাওয়া যায়নি। এমনকি সরকারি আইনজীবীও মতামত প্রদানে অসম্মতি জ্ঞাপন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*