
জানা যায়, গত ১৮ই জুলাই দুপুর নাগাদ স্বামীর অনুপস্থিতিতে দুই অভিযুক্ত মহিলার ঘরে প্রবেশ করে জোরপূর্বক মহিলাকে ধর্ষণ করে। ঘটনার পর পালিয়ে যাবার সময় মহিলাকে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ। হুমকির ভয়ে মহিলা কাউকে কিছু না বললেও ২১শে জুলাই মহিলা তার স্বামীকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানায়। তারপর মহিলার স্বামী অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। এদিন রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে চাম্পাহাওর থানার পুলি। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হাজতে পাঠায় মাননীয় বিচারক।
এদিকে অভিযোগ, এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের প্রথম থেকেই সহযোগিতায় অসম্মতি জ্ঞাপন করেন জেলা পুলিশের আধিকারিকগণ। যার ফলে এই ঘটনা সম্পর্কে পুলিশ প্রশাসনের কোনো মতামত পাওয়া যায়নি। এমনকি সরকারি আইনজীবীও মতামত প্রদানে অসম্মতি জ্ঞাপন করেন।