আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। ৩২টি ক্রীড়া সংস্থার সাথে ত্রিপুরা স্পোর্টস অ্যাক্ট নিয়ে ক্রীড়া পর্ষদের সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবা রাজধানীর এন আর সি সিস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে আয়োজিত একটি সভায় মূলত স্পোর্টস অ্যাক্টে কোথায় কি পরিবর্তন আনা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া মোট ৩২টি সংখ্যার মধ্যে চারটি সংস্থা যথাক্রমে বক্সিং, ক্যারাটে, উসু এবং তাইকোন্ডো ক্রীড়া সংস্থার অভিমত জানায়নি। পর্ষদ সূত্রে জানানো হয়েছে যে, এইচারটি সংস্থা তাদের মতামত প্রকাশ করিনি। তারা আগামী ২৪শে জুলাইয়ের আগে সরাসরি পর্ষদের কাছে নিজেদের অভিমত লিখিতভাবে জানাতে পারবেন। কেননা ২৪শে জুলাই বৈঠকে তাদের অভিমত গুলি উত্থাপন করা হবে বলে জানা যায়।