লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় মানুষজন সহ বাইক-টমটম

lkসাগর দেব, তেলিয়ামুড়া, ০১ আগস্ট ৷। রাজ্যের করোনা পরিস্থিতিকে মাথায় রেখে ত্রিপুরা রাজ্য প্রশাসন পূনরায় লকডাউন ঘোষণা করে। ৪ঠা আগস্ট ভোর ৫টা পর্যন্ত লকডাউন বারানো হয়। কারন দিন দিন রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেরেই চলছে। এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি ঘর থেকে না বের হয় এর প্রচারও করা হয় প্রশাসনের তরফ থেকে। কিন্তু কে শোনে কার কথা। সাধারণ মানুষ যেন এই সকল নির্দেশ কে মানতেই চাইছেনা। এই ধরনের চিত্রই লক্ষ করা যায় তেলিয়ামুড়া শহরে। মনে হচ্ছিল না কোনো প্রকার লকডাউন আছে বলে। যে যার মত ঘুরাঘুরি করছে। পরবর্তীতে সাংবাদিকদের দেখে ট্রাফিক পুলিশ রাস্তার নামতে দেখা যায় এবং অকারণে বের হওয়া বাইক টমটম ও ছোট বড় গাড়ি আটকানো শুরু করলে অনেকটাই কমে যায় ভিড়। এই প্রসঙ্গে ট্রাফিক ডি এস পি সোনা চরণ জমাতিয়া জানান, মানুষ সচেতন রয়েছে, কিন্তু মানুষ যাতে আরো সচেতন হয় তার জন্য আহ্বান রাখছি। তিনি বলেন, যাতে কেউ নিতান্তই প্রয়োজন ছাড়া যেন বাড়ি ঘর থেকে না বেরোয়। তাছাড়া তিনি আরো বলেন, মাক্স ছড়া ঘোরাঘুরি করা দন্ডনীয় অপরাধ, যদি এই বিষয় গুলো নজরে পড়ে তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*