আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ৷। গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুল আজহা। শনিবার সকালে রাজধানী আগরতলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোরনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে স্থানীয় ছোট বড় নানা বয়সী ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর গেদু মিঞার মসজিদ প্রাঙ্গণে।