সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ আগস্ট ৷। গোটা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্য জুড়ে চলছে করোনা ভাইরাসের দাপাদাপি। আর এই মারণব্যাধি হাত থেকে পরিত্রান পেতে গোটা রাজ্যেই রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আর এই লকডাউনের গেরাকলে পরে অনেক এলাকার কৃষকদের মাথায় হাত। কৃষকরা তাদের ক্ষেতের উৎপাদিত বিভিন্ন রকমের শাক-সব্জি বাজারজাত করতে পারছে না বলে কৃষকদের অভিমত। লকডাউনের কারণে পরিবহন ব্যবস্থাও বন্ধ। তেলিয়ামুড়া মহাকুমার বাইশঘরিয়া, নয়নপুর, ঘিলাতলী, কৃষ্ণপুর সহ তার আশপাশ এলাকা জুড়ে প্রায় আড়াই হাজার কৃষক দের বসবাস। করোনা অতিমারিতে ওইসব কৃষকদের অবস্থা খুবই করুন। লকডাউনের কারণে গাড়ি-ঘোড়া চলাচল বন্ধ থাকায় কৃষকরা যেমন কৃষিজ ফসল বাজারজাত করতে পারছে না, ঠিক তেমনি বিভিন্ন জায়গা থেকে পাইকারি খদ্দেরও আসতে পারছে না বাজারে। ফলে কৃষকদের উৎপাদিত কৃষিজ ফসল ক্ষেতেই পেকে নষ্ট হচ্ছে। এগুলির মধ্যে পটল, ঝিঙে, কারকোল, কচি চাল কুমোর, ঢেঁড়স ইত্যাদি সব্জি রয়েছে বলে জানান সংশ্লিষ্ট এলাকার জনৈক এক কৃষক।
এব্যাপারে এলাকার ক্ষতির সম্মুখীন হওয়া দুই কৃষক জানান, কৃষকেরা যে ক্ষতির সম্মুখীন তা রাজ্য সরকারও জানে। রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কাজও করে যাচ্ছে। এরপরও ক্ষতির সম্মুখীন হওয়া কৃষকরা দাবি জানান, সরকারি সাহায্য পাওয়ার জন্য। যেন সরকারের কৃপা দৃষ্টি পড়ে এই সকল দরিদ্র কৃষক পরিবার গুলোর উপর বলে জানান তারা।