নতুন বাজারে নিশিকুটুমের হানা

IMG-20200825-WA0014আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৫ আগষ্ট || চুরি যেমন এখন নিত্য দিনের খবর। গ্ৰামে শহরে বাজার গুলিতে চলছে প্রতিদিন নিশিকুটুমের হানা। বর্তমানে চলছে বিশ্ব মহামারীর, আর এই করোনা মহামারীর থেকে রক্ষা পেতে লকডাউন থেকে শুরু করে এখন আবার আনলক মেসার্স -২, এমন অবস্থায় মাথা হাত পরেছে ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে দোকানের মালিকদের। তবে সারা দিন যা রোজগার করেছে তাও আবার রাতে নিশিকুটুমের দলরা নিয়ে যাচ্ছে। এমনি এক চুরি ঘটনা ঘটেছে সোনামুড়া থানাধীন নতুন বাজারে লতিফ পার্টিলাইজার নামের এক মোদি মালের দোকানে। নিশিকুটুমের দল দোকান থেকে কেশ তিন হাজার টাকা ও তিনটি গ্যাসের সিলিন্ডার, কিছু বস্তা বুসি ও কিছু মাছের ঔষুধ নিয়ে চলে যায়। মঙ্গলবার সকালে বাজারের কিছু স্থানীয় লোক দেখতে পায় দোকানের দরজা খোলা। তারা দরজা খুলা দেখতে পেয়ে মালিক লতিফ মিয়াকে খবর দেয়। লতিফ মিয়া এসে দেখতে পায় দোকানের টিন কেটে নিশিকুটুমের দলেরা দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। তা দেখে মাথা হাত পরে অসহায় দোকানদারে। খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*