
তারা জানান, গত মঙ্গলবার রাতে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা মজলিশপুর থেকে কৈলাসহর যাওয়ার সময় তার গাড়ির উপর চরাও হয় একদল দুষ্কৃতী। এই আক্রমণে উনার এক দেহরক্ষী সহ আহত হল আরো কয়েক জন। এই আক্রমণের পর বীরজিৎ সিনহা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন আক্রমণকারীরা শাসকদলের সক্রিয় সদস্য। এই ঘটনা রাজ্যেজুরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
এই আক্রমণের প্রতিবাদে রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদল নেতৃত্বে পশ্চিম থানার ওসির কাছে ডেপুটেশন প্রদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস সেবাদল সভাপতি নিত্যগোপাল রুদ্র পাল, এন এস ইউ আই রাজ্য সহ-সভাপতি সম্রাট রায়, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী প্রমুখ।