অবৈধভাবে রেশনসপ ছিনিয়ে নেবার অভিযোগ এক শাসিকদলিয় নেতার বিরুদ্ধে

IMG_20200907_232903আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৭ সেপ্টেম্বর ৷। বক্সনগর আর ডি ব্লকের অধীনে কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের রেশন নিয়ে চলছে শাসকদলের কতিপয় নেতার ডিগবাজি। শাসক দলের জনৈক রাসেল মিয়া নামে মন্ডল নেতা অবৈধভাবে জোর পূর্বক সেই পঞ্চায়েত এলাকার রেশনসপটি ছিনিয়ে নেবার জন্য উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ। কিন্তু কলসীমুড়ার স্থানীয় জনগণ চাইছে হুমায়ুন মিয়ার কাছেই থাকার জন্য।অপরদিকে রাসেল মিয়া দুইবার তার কয়েকজন সাঙ্গোপাঙ্গ নিয়ে লিখিতভাবে মহাকুমার খাদ্য দপ্তরে হুমায়ুনের বিরুদ্ধে ভূয়ো অভিযোগ জানিয়েছে বর্তমান রেশন মালিক হুমায়ুন মিয়ার বিরুদ্ধে। যেটা ছিল সম্পূর্ন ভিত্তিহীন বলে স্থানীয় লোকজনেরা দাবি করেন। তাদের বক্তব্য হলো বর্তমানে যে রেশন মালিক রয়েছেন তার থেকে ভালোভাবে তারা রেশন বুঝে নিতে পারছেন। অন্য কাউকে তারা রেশন ডিলার হিসেবে চান না। ফলে পুরো বিষয়টির তদন্তে সোনামুড়া খাদ্য অফিস থেকে সপ্না চাকমা নামে খাদ্য দপ্তরের আধিকারিক ম্যাডাম এসেছেন। তিনি জানান, জনগণ যা চাইবে সেটাই হবে। অর্থাৎ জনগণ যদি চান হুমায়ুন মিয়াকে রেশন দিতে তাহলে হুমায়ুন মিয়া রেশন পরিচালনা করবে। তাতে খাদ্য দপ্তরের কোন আপত্তি নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
তবে উল্লেখ্য, যিনি অভিযোগ করেছেন অর্থাৎ নেতা রাসেল মিয়া বা তার কোনো সাঙ্গ পাঙ্গকে এদিন খাদ্য আধিকারিকের সামনে আসতে দেখা যায় নি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*