গৃহবধু খুনের অভিযোগের ৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দুই অভিযুক্ত, শুরু হয়েছে তদন্ত

IMG_20200919_160118বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর || খুনের অভিযোগের তিন ঘন্টার মধ্যে দুই আসামীকে গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মধ্যটিলা এলাকার বাসিন্দা রেশমি বেগম (২০) কার্মী বাজারের বাসিন্দা মাসুদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের কিছুদিন পর থেকে শুরু হয় সাংসারিক অশান্তি। রেশমি বেগমের মামা অভিযোগ করেন, শুক্রবার রাতে রেশমি বেগমকে অসুস্থ অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতাল নিয়ে আসে স্বামীর বাড়ীর লোকজন। পরবর্তী সময় জেলা হাসাপালে কর্তব্যরত চিকিৎসক রেশমি বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করেন। কিন্ত রেশমি বেগমকে গোমতী জেলা হাসপালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমী বেগমকে মৃত বলে ঘোষনা করেন। রেশমী বেগমের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তার মামা শনিবার শান্তিরবাজার থানায় লিখিত মামলা দায়ের করেন। উনাদের অভিযোগ, রেশমী বেগমকে তার শশুর বাড়ীর লোকজনেরা মেরে ফেলেছে। জানা যায়, রেশমী বেগম তিন মাসের গর্ভবতী। এই নিয়ে রেশমী বেগমের স্বামী মাসুদ মিয়া, স্বামীর বড় ভাই ইনু মিয়া ও শশুর আবদুল বাসাদ এর নামে শান্তিরবাজার থানায় লিখিত মামলা দায়ের করেন মৃতার বাপের বাড়ির তরফে। অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মধ্যে উদয়পুর থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ। এই নিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, রেশমি বেগমের মামা অভিযোগ করার সঙ্গে সঙ্গে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে শান্তিরবাজার থানায় ৫৩/২০২০ কেইস নাম্বারে কেইস লিপিবদ্ধ করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ৪৯৮ এ/৩০৪ বি/৩৪ আই পি সি ধারায় মামলা গ্রহন করা হেয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*