বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ সেপ্টেম্বর ৷। শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আসন্ন দূ্র্গা পূজো এবং করোনা মহামারির মধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করে যানচলা চলের জন্য ভারতীয় মজদুর সংঘ ও প্রসাশনিক স্তরের লোকজনদের মধ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার মধ্যদিয়ে যান চালক ও পুলিশের মধ্যে সমন্নয় বজায় রেখে চলার বিশেষ আহব্বান জানানো হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা যান চালকের উদ্দ্যেশ্য করে বলেন, যাতে সব যানচালক ট্রাফিক আইন মেনে চলেন। অপরদিকে যান চালকরা যাতে মদমত্ত অবস্থায় গাড়ী না চালান তার জন্যও বিশেষ আহব্বান করা হয়। এই মহামারির সময় সকল যান চালকদের মাক্স ও হেন্ড সেনিটাইজার ব্যবহারের জন্য বিশেষ আহব্বান করা হয়। অপরদিকে আসন্ন দূর্গা পূজোয় অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় প্রসাশনের পক্ষ থেকে। বুধবার এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী, ভারতীয় মজদুর সংঘের দক্ষিন জেলার জেনারেল সেক্রেটারী রাজীব চক্রবর্তী, দক্ষিন জেলার অটোরিক্সা সংঘের জেনারেল সেক্রেটারী অপু মজুমদার, বাস জীপ চালক সংঘের মহকুমার প্রেসিডেন্ট সঞ্জীত দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই আলোচনাম সভায় শান্তিরবাজারের যান চালকরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করে।