বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ অক্টোবর || যুব মোর্চার উদ্দ্যোগে বৃহস্পতিবার শান্তিরবাজার থানা ঘেরাও করা হয়। ঘটনার বিবরনে জানা যায়, গত ২৭শে সেপ্টেম্বর গণমুক্তি পরিষদের মিছিলে দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয় বিজেপি সমর্থীত কর্মী। এই নিয়ে দুস্কৃতিকারীদের নাম দিয়ে শান্তিরবাজার থানায় লিখিত মামলা দায়ের করা হয় বিজেপি’ তরফে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার রাতে পতিছড়ী এলাকায় বিজেপি সমর্থীত কর্মী অঞ্জন দের্বমার উপর আক্রমন করেছে দুস্কৃতি কারীরা। এই আক্রমনকারীর নাম দিয়ে শান্তির বাজার থানায় মামলা দায়ের করার পর কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করছেনা শান্তির বাজার থানার পুলিশ। এই অভিযোগ এনে এদিন শান্তিরবাজার বিজেপি’র যুবমোর্চার উদ্দ্যোগে শান্তির বাজার থানা ঘেরাও করে। পরবর্তী সময় ৫ জনের একটি প্রতিনিধি দল গিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নিকট ডেপুটেশান প্রদান করেন। যুবমোর্চার সদস্যরা জানান টি টি এডিসির প্রাক্তন ক্রিড়া ও যুবকল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষিৎ মুড়াসিং এর নেতৃত্বে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই উনাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি রাখেন যুবমোর্চার সদস্যরা। এদিন যুবমোর্চার সদস্যরা জানান, উনাদের দাবী পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে। পরবর্তী সময় থানার পুলিশের দ্বারা পতিশ্রুতি পেয়ে থানা ঘেরাও মুক্ত করলো যুবকর্মীরা। অপরদিকে এই ঘটনার বিবরণে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি প্রদান করা হবে।