আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ৷। দু’দিনের রাজ্য সফরে আসলেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের দায়িত্ব প্রাপ্ত কংগ্রেসের পর্যবেক্ষক কুলজিৎ সিং নাগরা। রাজ্যের কংগ্রেস কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে তিনি রাজ্যে এসে রবিবার রাজ্য কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আসন্ন রাজ্যের এ ডি সি ভোটের রণকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিনের এই বৈঠকে রাজ্যের দায়িত্ব প্রাপ্ত কংগ্রেসের পর্যবেক্ষক কুলজিৎ সিং নাগরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা প্রমুখ।