বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ অক্টোবর || ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় শহীদান দিবস। ১৯৮৮ সালের ১২ই অক্টোবর দুস্কৃতিকারি ঘাতক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা দুলাল দেবনাথ। দীর্ঘ বাম আমল চলাকালিন সময় থেকে দীর্ঘ ৩২ বছর শহীদ দুলাল দেবনাথের নাম পর্যন্ত কেউ মুখে আনেনি। ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর থেকে যথাযথ মর্যাদার সহিত শহীদ দুলাল দেবনাথের শহীদান দিবস পালন করা হয়। গত বছর এই শহীদান দিবস ছোট আকারে করা হয়েছে। এইবছর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে এই শহীদান দিবস পালনর করা হলো। বিজেপি সমর্থীত কর্মীরা নানান কর্মসূচীর মধ্যদিয়ে উৎসবের মেজাজে এই শহীদান দিবস পালন করেন। সোমবার এই কর্মসূচীর মধ্যে শহীদ দুলাল দেবনাথের আত্মার সৎগতি কামনার্থে মহিলা মোর্চার উদ্দ্যোগে নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরনের আয়োজন করা হয়। অপরদিকে তপশীলি জাতি মোর্চার উদ্দ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শহীদান দিবসে বীর শহিদ দুলাল দেবনাথের বেদীতে পুস্প ও মাল্যদান করেন উনার সহধর্মীনি, পরিবারের লোকজন ও ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি’র সদস্যরা। এই শহীদান দিবসে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা সহ-সভাতিপতি বিভীষন চন্দ্র দাস, টি আই ডি সি’র চেয়ারম্যান টিঙ্কু রায়, শান্তির বাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামলাল দেবনাথ জানান, ১২ই অক্টোবর ১৯৮৮ সালে বীরচন্দ্র নগর এলাকায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সি পি আই (এম) এর দুস্কৃতিকারী শ্রীদাম পালের নেতৃত্বে অশান্তির বাতাবরন সৃষ্টি হয়। এই অশান্তির বাতাবরনে বীরচন্দ্র নগরের নিরীহ ব্যাবসায়ী দুলাল দেবনাথ গুলি খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তখন এলাকার জনরোষ থেকে রেহাইপাননি শ্রীদাম পাল ও উনার দেহরক্ষীরা। সি পি আই (এম) দীর্ঘ ২৫ বছর যাবৎ লোকজনদের বীভ্রান্তি করে ভূল বার্তা দিয়ে সস্তায় রাজনিতি করার জন্য শ্রীদাম পাল, উনার দেহরক্ষী ও আরো কয়েকজনের নাম করে শহীদ দান দিবস পালন করে যাচ্ছে। কিন্তু উনারা চাইলে ১৩ জনের পাশাপাশি দুলাল দেবনাথের শহীদ দান দিবস পালন করতে পারতো কিন্তু উনারা তা করেননি। তিনি বলেন, তাই বিজেপি ক্ষমতায় আসার পর দুলাল দেবনাথের শহীদদান দিবস উৎযাপন করা হচ্ছে। তিনি জানান, বামেদের শহীদ সুধীর দেবনাথ, ছত্রমনি দের্বমা, নিতাই সরকার, পুস্প মুড়াসিং এর পরিবার সকলে বর্তমানে সি পি আই এম ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। অপরদিকে অন্যান্য বছর এই দিনে বীরচন্দ্র নগর এলাকায় সি পি আই (এম) এর শহীদ বেদীর সামনে শহীদ দান দিবস পালন করা হয়। কিন্তু এই বছর এর বেতিক্রমী চিত্র লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে সি পি আই (এম) কর্মীরা শহীদদের ভূলে গেছেন বলে তীব্র গুঞ্জন চলছে লোকমনে। এইদিনে দারিয়ে শহীদ বেদি পরিষ্কার করার মতো কোনো লোকজন নেই। বেদীটি সম্পূর্ন জঙ্গলে পরিপূর্ন হয়ে রয়েছে। তবে এই দিনে যাতে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সমস্তধরনের আয়োজন করেছেন। এই শহীদান দিবসকে কেন্দ্র করে বীরচন্দ্র এলাকায় প্রচুর পরিমানে মোতায়েন করা হয়েছে পুলিশ, টি এস আর ও সি আর পি এফ জোওয়ান। জল কামান থেকে শুরু করে সমস্ত ধরনের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিলো আরক্ষা প্রসাশন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র অনুষ্ঠানের নিরাপত্তার বেবস্থা করেছেন ওসি সুব্রত চক্রবর্তী। ওসি’র অক্লান্ত পরিশ্রমে আজকে দিনে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা ছারাই অনুষ্ঠান সফল হয়েছে।