আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর || করোনা যুদ্ধ জয় করে রাজ্যে ফিরলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক। করোনায় প্রথম সারির যোদ্ধা হয়ে কাজ করছিলেন তিনি। এরপরই তিনি করোনা আক্রান্ত হন। উনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ই সেপ্টেম্বর, ২০২০ (বুধবার) তড়িঘড়ি বিমানে করে উনাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার এপোলো হাসপাতালে। দীর্ঘ এক মাস ৩দিন পর সুস্থ হয়ে সোমবার রাজ্যে ফিরেছেন তিনি। এদিন আগরতলার এম বি বি বিমানবন্দরে ডাঃ ভৌমিকে পুস্প স্তবক দিয়ে বরণ করে নেন আত্মীয় পরিজন, চিকিৎসক সহ শুভাকাঙ্ক্ষীরা।