আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ অক্টোবর ৷। দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা পিউপিলস ফ্রন্ট (TPF)। বৃহস্পতিবার তেলিয়ামুড়াস্থিত দুস্কি এলাকায় এন আর সি চালু করার দাবি নিয়ে টি পি এফ-র এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। উক্ত মিছিলের নেতৃত্ব দেন পাতাল কন্যা জমাতিয়া। এই বিক্ষোভ মিছিল সম্পর্কে জানতে চাইলে পাতাল কন্যা জমাতিয়া জানান, এন আর সি’র মাধ্যমে বৈধ ভোটার চিহ্নিত করে অবৈধ ভোটার বিতারিত করে প্রকৃত ত্রিপুরাবাসীদের অধিকার আদায়ের লক্ষে এই আন্দোলন। তিনি আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দলের শাসনকাল দেখেছেন। সকলেই এক। রাজনৈতিক ফায়দা ফুরিয়ে গেলে সাধারণ মানুষকে ভুলে যান। অধিকার ভিক্ষা করে আদায় করা যায়না অধিকার ছিনিয়ে নিতে হয়। ত্রিপুরা রাজ্যের প্রকৃত ভোটার চিহ্নিত করে অবৈধ ভোটার বিতারিত করার মাধ্যমে জনগনের অধিকার আদায়ের লক্ষে এই আন্দোলন। অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে আন্দোলন চলবে বলে জানান তিনি।