আবারও চিকিৎসার গাফিলতিতে মৃত্যু এক ব্যাক্তির, হাপানিয়া হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

FB_IMG_1602832558307আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || আবারও চিকিৎসার গাফিলতিতে গুরুপদ চক্রবর্তী নামে একটি বৃদ্ধ লোকের মৃত্যু হয়। পরিবারের লোকজন অভিযোগ, চিকিৎসা পরিষেবায় গাফিলতি হয়েছে। জানা যায়, রাজধানীর হাপানিয়া হাসপাতালে ডাঃ নীলয় গন চৌধুরীর এই রোগীর চিকিৎসা করছিলেন। পরিবার-পরিজনদের অভিযোগ, রোজ রোজ ওষুধ নিয়ে যাওয়া হতো আইসিইউতে কিন্তু এই ওষুধ কোথায় যেতো কেউ জানে না। একেকদিন ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার, ২৬ হাজার টাকা করে ওষুধ দেওয়া হয়েছে। এই ওষুধ গুলো কি আদৌ কাজে লাগিয়েছে প্রশ্ন পরিবার পরিজনদের। ডাঃ নিলয় গন চৌধুরী পরিবারদের রোজই আশ্বাস দিতো ভালো হয়ে যাবে বলে অভিযোগ। পরিবারের লোকজনদের অভিযোগ, এখন পর্যন্ত আনুমানিক ৫ লক্ষ টাকার উপর খরচ করার পরও রোগীকে বাঁচানো গেল না। এই ঘটনায় হাসপাতাল চত্বরে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*