আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনে নির্বাচিত সকল সদস্যদের মধ্যে সোমবার শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন রাজ্যে NSUI এর সহ-সভাপতি ছাত্রনেতা সম্রাট রায় সহ কং-ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অন্যতম সাংবাদিক সুবল কুমার দে’র সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জ্ঞাপন করেন সম্রাট রায়। এর পাশাপাশি তিনি নবনির্বাচিত প্রেস ক্লাবের সহ-সভাপতি অরুণ নাথ, সম্পাদক প্রণব সরকার, সদস্য মিহির লাল সরকার, রঞ্জন রায়, কমল চৌধুরী, সহ সকল নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে নবনির্বাচিত প্রেস ক্লাবের সকল সদস্য গনতন্ত্রের ভিত্তি প্রস্তরকে আরো সুদৃর ও মজবুত করার লক্ষ্যে কাজ করবেন এবং সকল সাংবাদিক সহ রাজ্যের মানুষের হয়ে এরা কাজ করবেন।