আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর ৷। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে মহাকরণে সাক্ষাৎ করেন শিল্পী মহলের প্রতিনিধি দল। সরকারের কাছে তাদের দাবি ছিল আগরতলার মুক্ত মঞ্চ যেন খুলে দেওয়া হয়। পাশাপশি কোভিড আইন মেনেই বিভিন্ন ক্লাবগুলোকে যাতে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। এইসব বিষয়ে বিস্তারিত ভাবে আলাপ আলোচনা করেন শিল্পী মহলের পক্ষ থেকে। জানা যায়, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি মন্ত্রীসভায় সিদ্ধান্ত নেওয়া হবে যাতে বিভিন্ন ক্লাবগুলো অনুষ্ঠান করতে পারে।