আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর ৷। ১৯১৯ সালের ১০ই নভেম্বর অর্থাৎ এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাজ্যের প্রথম বিদ্যালয় উমাকান্ত একাডেমিতে এসেছিলেন। আর এই দিনটিকে কেন্দ্র করেই রাজ্যের প্রথম বিদ্যালয় উমাকান্ত একাডেমির প্রাক্তনীদের উদ্যোগে বসানো হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী উমাকান্ত একাডেমির প্রাক্তনীদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন,ভারতবর্ষে সংস্কৃতির যে মহান ইতিহাস রয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। সারা বিশ্বের সামনে দেশকে তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদিনের অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।