পঞ্চবটি গণহত্যার ২১তম শহিদান দিবস পালিত

IMG_20201115_232113আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ১৪ই নভেম্বর পঞ্চবটি গণহত্যার ২১তম শহিদান দিবস পালন করলো সিম্নাঞ্চল গণ আন্দোলন কমিটি। ১৯৯৯ সালের ১৪ই নভেম্বর সন্ত্রাসবাদীদের তপ্ত বুলেটে সন্ধ্যে ৫টা ৪৬ মিনিটে পঞ্চবটি বাজারে ১৮ জন প্রাণ হারিয়েছিলেন। সন্ত্রাসবাদীরা পাঁচজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। অপহৃতদের ছাড়িয়ে আনতে পরবর্তীতে আরো দুইজন সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়। তারপর গড়ে ওঠে সীমাঞ্চল গণআন্দোলন কমিটি। এই কমিটি দীর্ঘ ২১ বছর যাবৎ এই দিনটিকে শহিদান দিবস হিসাবে পালন করে আসছে। ঈশানপুর ব্রীজ সংলগ্ন রাজিব স্মৃতি বনে এই শহিদান দিবস পালন হয়ে আসছে। এ বছরও এর অন্যথা হয়নি। সকালবেলায় মঙ্গলারতি দিয়ে শুরু হয় অনুষ্ঠান তারপর শহীদদের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ, পুষ্পাঞ্জলী নিবেদন। সকাল নয়টায় কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফল বিতরণ, তারপর খুদেদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, দুপুর ১২টায় কৃতীদের সংবর্ধনা, সন্ধ্যায় কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। এভাবেই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করতে সিমনাঞ্চল গনআন্দোলন কমিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*