আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ত্রিপুরা ক্রীড়া পর্ষদের উদ্যোগে গত ১৩ই নভেম্বর ফিট ইন্ডিয়া রান এন্ড ওয়াক কর্মসূচী ব্যাপক উৎসাহের সঙ্গে পলিত হয়। এদিন সকালে উমাকান্ত একাডেমির সামনে থেকে পতাকা নাড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত। এর আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান পরিস্থিতিতে ফিট থাকার জন্যে সকলের প্রতি আহ্বান জানান। পরে খেলোয়াড় ও শারীর শিক্ষকরা ফিট ইন্ডিয়া কর্মসূচিতে সচেতনতা বাড়ানোর জন্য রাজধানীর রাজপথ পরিক্রমা করেন। এতে ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিক তথা ক্রীড়া সহ-অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য সামিল হন।