সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধে উদয়পুর জেলা কংগ্রেস

IMG-20201117-WA0066আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || মঙ্গলবার উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদী কলমের সাংবাদিক অলক সৃত্রধরের উপর হামলা এবং জি এিপুরা চ্যানেলের সম্পাদকের উপর আক্রমনের ঘটনার প্রতিবাদে উদয়পুরে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আসামের করিমগঞ্জের নিলাম বাজারে ত্রিপুরার দুই যুবতি ধর্ষিত হয়। ধর্ষনকারিদের ফাস্টট্রেক আদালতে বিচারের জন‍্য রাজ‍্য সরকারকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহন করার দাবিতে রাস্তা অবরোধ করা হয়।
এদিনের রাস্তা অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নিত‍্যগোপাল সাহা, প্রদীপ সরকার, উওম দে, অনন্ত জমাতিয়া, দিনেশ বর্মন প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*