আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ভারতের কমিউনিস্ট পার্টি সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে পার্টির বিভাগীয় দপ্তরে ‘বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে’ দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা আধুনিক ভারতের রূপকার পন্ডিত জওহরলাল নেহেরু’র জন্মদিবস উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গত ১৪ই নভেম্বর পন্ডিত নেহেরু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা সুব্রত দেবনাথ, পার্থ আচার্যী, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত এবং AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার প্রমুখ।