আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর || ১৯৯৫ সালের ২৫শে ডিসেম্বর পথচলা শুরু করেছিল রাজ্যের প্রথম রক্ ব্যান্ড “দাবানল”। দেখতে দেখতে রাজ্যের রক্ মিউজিক ব্যান্ড জগতে ২৫ বছর অতিক্রম করলো “দাবানল”। দীর্ঘ ২৫ বছরে রাজ্য, বহিঃরাজ্য সহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও এই মিউজিক ব্যান্ডটি তাদের অসামান্য ছাপ রেখেছে।
ইতিমধ্যেই “দাবানল” ব্যান্ড তাদের সর্বপ্রথম সাড়া জাগানো মিউজিক অ্যালবাম্ ‘নিশাচর’ প্রকাশ করেছে। যা বাংলা রক্ প্রেমীদের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে।
রাজ্যের প্রথম রক্ ব্যান্ড “দাবানল” এর লাইভ শো’র ২৫তম বর্ষ পূর্তিতে ছোট্ট পরিসরে কেক কেটে ঘরোয়া রিহার্সালের মাধ্যমে দিনটি পালন করা হয়। এসময় ‘দাবানল’ থেকে উপস্থিত ছিলেন কৌশিক ভট্টাচার্য, নিলয় সরকার, হীরক সরকার এবং সুপ্রতিম দেবনাথ। রাজ্যের সুপ্রাচীন ও সুপরিচিত ব্যান্ড ‘দাবানল’ এর ২৫তম বর্ষ পূর্তিতে দাবানল টিমের তরফে তাদের সকল কলাকুশলদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিবাদন জানানো হয়।