আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর || ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ (GMP) কেন্দ্রীয় কর্মপরিষদের উদ্যোগে রবিবার ৭৬তম জনশিক্ষা দিবস পালন করা হয় কৃষ্ণনগরস্থিত বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে। এদিন প্রথমেই গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করেন জিএমপি নেতা সত্য রিয়াং। তারপর জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট লেখক মানস দেববর্মন, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী, জিএমপি নেতা সত্য রিয়াং, সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার, সিপিআই রাজ্য সহ সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AIYF রাজ্য সভাপতি অজিত দাস, AISF রাজ্য কনভেনার শুভদীপ মজুমদার প্রমুখ।
