বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জানুয়ারী || অাসন্ন ADC নির্বাচনে সামনে রেখে শান্তিরবাজার বিধানসভার পতিছড়ি বাজারে জনজাতি মোর্চার উদ্দোগে এক সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলার বিজেপি জেলা কমিটির সহ-সভাপতি পদ্মলোচন ত্রিপুরা, শান্তির বাজার মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপি রাজ্য সহ-সভাপতি গৌরি শংকর রিয়াং, শান্তির বাজার জনজাতি মোর্চার সভাপতি উপেন্দ্র রিয়াং সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। সভায় বক্তারা বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকে বিরোধী দলগুলিকে তিব্র অাক্রমন করেন।