আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২০ জানুয়ারী || পিকনিকের গাড়ি দূর্ঘটনার শিকার। আহত ৪ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা সোনামুড়া করালিয়ামুড়া মসজিদ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, টি আর ০৭ বি ১৬৮৩ নম্বরের একটি বুলেরো গাড়ি পিকনিকের উদ্দেশ্যে রহিমপুর থেকে বিলোনীয়া ভারত বাংলা পার্কে যাচ্ছিলো। করালিয়ামুড়া এসে একটি বাইক সামনে এসে পড়ে। বাইককে রাস্তা দিতে গিয়ে দ্রুতগতিতে আসা পিকনিক গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে সবাইকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর জি বি হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন তুসার হোসেন (১৭), সৌরভ মিয়া (১৮), রবিউল ইসলাম (১৭) এবং মোঃ সাহিন (১৬)। গুরুতর আহত মোঃ সাহিন কে উন্নত চিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। সবাইর বাড়ি রহিমপুর এলাকায়।