বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জানুয়ারী || শান্তিরবাজার থেকে উদ্ধার মৃতদেহের ময়নাতদন্ত হলো বুধবার। ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহামুনি ব্রীজ সংলগ্ন এলাকায় রাবার বাগানে এক মহিলার মৃতদেহ দেখতে পায় এলকাবাসী। মৃতদেহ দেখার পর এলাকাবাসী খবর দেয় শান্তির বাজার দমকল কর্মীদের। দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিলাকে দেখার পর মৃত বলে ঘোষনা করে। এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত মহিলার পরিচয় জানায় চেষ্টা করে। পরবর্তী সময় জানা যায়, মৃত মহিলা বিলোনিয়ার বিদ্যাপীঠ এলাকার বাসিন্দা। মহিলার বাবার বাড়ী ধর্মনগর ও মৃত মহিলা ধর্মনগরে একটি স্কুলের শিক্ষিকা বলে জানা যায়। মহিলার স্বামী সুপ্রতীম ভট্টাচার্যি পেশায় একজন শিক্ষক। জানা যায়, মৃত মহিলা মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ বাড়ী থেকে বের হয় কিন্তু ঘরে আর পৌঁছাননি। মৃত মহিলার নিখোঁজ হবার বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় লিখিত ভাবে জানানো হয়। অবশেষে বিকেলে মহিলার মৃতদেহ পাওয়া যায় শান্তির বাজারের একটি রাবার বাগানে। পুলিশের কাছ থেকে জানা যায়, উনারা প্রাথমিক তদন্তে ধারনা করছেন মহিলা বীষ পান করে মৃত্যুবরণ করেছেন। লোকগুঞ্জনে একটাই প্রশ্ন জাগছে মহিলা একজন শিক্ষিকা হয়ে কেন শান্তির বাজারে এসে মৃত্যু বরণ করলো। এই মৃত্যুর ঘটনা নিয়ে পরিবারের লোকজনদের কাছ থেকে জানতে চাইলে উনারা সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। মৃতদেহ বুধবার ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।