সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ এপ্রিল || মাথায় বন্দুক ঠেখিয়ে পুরান মামলা তোলার আবেদন জানাল কতিপয় দুস্কৃতিকারীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ। ফের থানায় মামলা করলো তাদের বিরুদ্ধে। সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি বিভাস দাস প্রতিদিনের মত বাড়িতে যাচ্ছিল। তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি বিভাষ দাসের উপর বন্দুক দেখিয়ে প্রাণ নাশের চেষ্টা করে বলে অভিযোগ। উলেখ্য, বিগত লোকসভা নির্বাচনর পর ২০১৯ সালের ২৩শে মে রাজনৈতিক প্রতিহিংসা মূলক প্রাণ নাশের চেষ্টা করা হয়েছিল। সেই নিয়ে থানায় মামলা চলছিল। কিন্তু মামলা তুলে নেওয়ার জন্য এদিন অভিযুক্ত আসামীরা বিভাস দাসের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেয়। জানা যায়, অভিযুক্তের নাম সুদীপ রায় (সনটি), মিটন দেবনাথ (বুট্টু )। পরে তেলিয়ামুড়া থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে।